স্পোর্টস ডেস্ক : চলছে আইপিএলের নিলাম। অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি। তাকে দলে নিতে উঠে পড়ে লাগে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ডাকে তার দাম নিয়ে তোলে ৯ কোটি রুপিতে। এরপর ১০ কোটি রুপি ছাড়িয়ে যায় ম্যাক্সওয়েলের দাম। শেষ পর্যন্ত আইপিএল নিলামে হাতে সবচেয়ে বেশি অর্থ থাকা পাঞ্জাব তাকে বগলদাবা করে।
ভিত্তি মূল্যের চারগুন দামে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মূল্য ছিল এক কোটি রুপি। বেঙ্গালুরু তাকে দলে নিয়েছে চার কোটি ৪০ লাখ রুপিতে।
তার আগে জেমন রয়কে দেড় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে প্রথম নিলামে ভারতের টেস্ট দলের দুই ক্রিকেটার হানুমা বিহারি এবং চেতেশ্বর পূজারা দল পাননি।ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগানকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি।
ওদিকে মুম্বাই ইন্ডিয়ান্স অস্ট্রেলিয়া ওপেনার ক্রিস লিনকে তার ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। একইভাবে কলকাতা ছেড়ে দেওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে দলে নিয়েছে রাজস্থান রয়েলস। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। তাকে তিন কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান।
কলকাতায় প্রথমবারের মতো হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে এই নিলামের অনুষ্ঠানিকতা শুরু হয়।আইপিএলের ১৩তম আসরে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে ৭৩ জন ক্রিকেটার দলে ভেড়াবেন। এর মধ্যে বিদেশিদের জন্য ফাঁকা ২৯টি জায়গা। আইপিএলের নিলামে উঠেছেন ভারতের স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৩৮জন ক্রিকেটার। সংখ্যাটা শুরুতে ৩৩২ জন ছিল। পরে ছয়জন বাড়ানো হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.