স্পোর্টস ডেস্ক: নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়েছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে আজ শততম টেস্ট খেলতে নামেন কোহলি।
কোহলির শততম টেস্টের প্রথম দিনে ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে আক্ষেপে পুড়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্থ। তার ৯৬ রানের সুবাদে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৬ উইকেটে ৩৫৭ রান করেছে ভারত। শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রান করেন কোহলি।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন ভারতের নয়া অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬টি চারে ২৮ বলে ২৯ রান করেন টিম ইন্ডিয়া অধিনায়ক।
ভালো শুরুর পরও ৩৩ রানের বেশি করতে পারেননি ওপেনার আগারওয়াল। ৪৯ বলে ৫টি চার দিয়ে ইনিংস সাজান তিনি।
আগারওয়ালের আউটের পর পর উইকেটে আসেন কোহলি। স্বাচ্ছেন্দ্যেই ব্যাট করছিলেন তিনি। শ্রীলংকার বোলারদের সামলাতে বেগ পেতে হয়নি তাকে। তিন নম্বরে নামা হনুমা বিহারির সাথে ১৫৫ বলে ৯০ রানের জুটি গড়েন কোহলি।
ব্যক্তিগত ৩৮ রানে পা রেখে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮ হাজার রান পুর্ন করেন তিনি।
তবে ৪৪তম ওভারে বিদায় ঘটে কোহলির। শ্রীলংকার স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার ডেলিভারি হঠাৎ নিচু হয়ে উইকেটে আঘাত হানলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন কোহলি। ৭৬ বল খেলে ৫টি চারে ৪৫ রান করেন কিং কোহলি।
কোহলির ফেরার ৫ রান পর বিদায় নেন বিহারিও। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রান থামেন বিহারি। তার ১২৮ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ছিলো। ছয় নম্বরে নেমে ব্যক্তিগত ২৭ রানে শ্রেয়াস আইয়ার আউট হলে দলীয় ২২৮ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
সেখান থেকে শ্রীলংকার বোলারদের বিপক্ষে বড় জুটি গড়ে তুলেন পান্থ ও রবীন্দ্র জাদেজা। ৭৩ বলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন পান্থ। এরপর ৯০এর ঘরে পৌঁছাতে ১৬ বল খেলেন তিনি। এম্বুলদেনিয়ার করা ২৭তম ওভারে ২টি করে চার-ছক্কায় ২২ রান তুলেন পান্থ। ধনঞ্জয়ার ডি সিলভার ১০তম ওভারে ১টি করে চার-ছক্কায় ভারতের স্কোর ৩শতে পৌঁছে দেন পান্থ। আর ডি সিলভার ১১তম ওভারে ২টি ছক্কায় নিজের স্কোর নব্বইয়ের ঘরে নেন পান্থ।
দারুন ছন্দে থাকলেও, ব্যক্তিগত ৯৬ রানে শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমলের দারুন এক ডেলিভারিতে বোল্ড হন পান্থ। ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৭ বল খেলে নিজের ইনিংসটি সাজান তিনি। ষষ্ঠ উইকেটে জাদেজার সাথে ১১৮ বলে ১০৪ রান যোগ করেন পান্থ। যেখানে তার অবদান ছিলো ৫১ বলে ৬৮। আর জাদেজার ৬৭ বলে ৩৫।
পান্থের বিদায়ের পর দিনের বাকী সময়টা ভালোভাবেই পার করে দেন জাদেজা ও রবীচন্দ্রন অশি^ন। জাদেজা ৫টি চারে ৮২ বলে ৪৫ ও অশি^ন ১১ বলে ১০ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার এম্বুলদেনিয়া ১০৭ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর : (টস-ভারত)
ভারত : ৩৫৭/৬, ৮৫ ওভার (পান্থ ৯৬, বিহারি ৫৮, কোহলি ৪৫, এম্বুলদেনিয়া ২/১০৭)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।