স্পোর্টস ডেস্ক: গেল মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে সব ধরনের পেশাদার টেনিস টুর্নামেন্ট। তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে করোনার শঙ্কা কাটিয়ে আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন।
যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন এখনও অবশ্য পরিস্থিতির উপর নজর রাখছে। কিন্তু আগামী ৩১ আগস্ট থেকে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেন শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা।
তবে তার আগে এটিপি ও ডব্লিউটিএ’র অনুমোদনও পেতে হবে। এর আগে ২৩ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ৩১ আগস্ট থেকে এই গ্র্যান্ড স্ল্যাম শুরু করতে চাইছেন আয়োজকরা। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্তে আসবে তারা।
যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্রিস উইডমেয়ার জানান, দেখুন, আমরা টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রক্রিয়া আর তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করে চলেছি। আশা করছি ২০২০ যুক্তরাষ্ট্র ওপেন আমরা নির্ধারিত সময়ের আশেপাশেই শুরু করতে পারব।
তবে এ বছর ইউএস ওপেনে তারকা টেনিস খেলোয়াড়রা খেলবেন কিনা তার শঙ্কা থাকছে। কারণ এরইমধ্যে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারের মতো বড় তারকারা উদ্বেগ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে নিজ দেশে খেলতে মুখিয়ে আছেন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।