আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন আগস্ট মাসের ভেতর ব্রাজিলে ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা করছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। প্রতিষ্ঠানটির ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালিউশনের (আইএইচএমই) একটি জরিপে এমন দাবি করা হয়েছে।
‘ব্রাজিলের অবশ্যই উহানকে অনুসরণ করা উচিত। একই সঙ্গে ইতালি, স্পেন এবং নিউ ইয়র্ক মহামারী ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে সেটাও দেখা উচিত,’ জরিপের ফলাফলে লিখেছেন আইএইচএমই পরিচালক ডা. ক্রিস্টোফার মারে।
তিনি বলছেন, যথাযথ পদক্ষেপের অভাবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ব্রাজিলে মৃত্যুহার আরও বাড়তে পারে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন এক হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তাদের মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৪ হাজার ৫১২ জন, বিশ্বের মৃত্যুর তালিকায় ষষ্ঠ। আক্রান্তে দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৯১ হাজার ২২২ জন।
দিনকে দিন বাজে পরিস্থিতির দিকে যেতে থাকা ব্রাজিলের প্রশাসন রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।
মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সম্প্রতি তিনি সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।