অর্থনীতি ডেস্ক : আগামীকাল ৪ মার্চ (বুধবার) নয়দিনের ৮ম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়।
জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে, চলবে ১২ মার্চ পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলা থাকবে সবার জন্য উন্মুক্ত।
শিল্পমন্ত্রী আরো জানান, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ৬৬ শতাংশই নারী। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী ও ১০১ জন পুরুষ রয়েছেন। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃত দেওয়ার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কর্তৃক পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ দেওয়া হবে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দুই জন নারী ও তিন জন পুরুষ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। বিজয়ী উদ্যোক্তারা পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ট্রফি ও সার্টিফিকেট পাবেন।
মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। ৫ মার্চ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের কাছে দেশের এসএমই খাত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে সকালে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ শুধুমাত্র বিদেশি অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel