স্পোর্টস ডেস্ক : গত ২ জুলাই ভারতের বিপক্ষে ২৮ রানে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের। আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ৷ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ঃ৩০ মিনিটে।
বিদায় ঘণ্টা বেজে গেলেও এই ম্যাচ থেকে অনেক কিছু পাওনা আছে টাইগারদের। কাল পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম হয়ে বিশ্বকাপ শেষ করতে পারবে বাংলাদেশ। যা টাইগারদের জন্য হবে সম্মানের। অন্যদিকে কাল যদি হেরে যায় তাহলে সপ্তম এমনকি অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকা জিতলে অষ্টম হয়েও বিশ্বকাপ শেষ করতে পারে বাংলাদেশ। তাই আগামীকাল জয়টা খুবই জরুরী।
আগামীকাল একাদশে তেমন কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশের। তবে ইঞ্জুরি থেকে ফিরতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে যেহেতু পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ৪ জন বাহাতি তাই রুবেল হোসেনের জায়গায় দলে ঢুকতে পারেন মেহেদি মিরাজ।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।