স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে ত্রি-দেশীয় সিরিজের ফাইনাল খেলবে বাংলাদেশ, তা নিয়ে দর্শকদের উন্মাদনা থাকবে না তা কী হয়? আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবেন সাকিবরা। এই ম্যাচের টিকিট না পেয়ে মারামারি ও ভাঙচুর করেছে দর্শকরা।
আজ সোমবার বিকালে মিরপুরে বিসিবির টিকিট বুথে এই ঘটনা ঘটে।
এর আগে গতকাল রোববার ফাইনাল ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে তা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ দুই হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা। আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালের টিকিট বিক্রি হয়েছে।
টিকিটের মূল্য
১. বিসিবি হসপিটালিটি লাউঞ্জ- দুই হাজার টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড- এক হাজার টাকা
৩. ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
৪. শহীদ জুয়েল স্ট্যান্ড- ৩০০ টাকা
৫. শহীদ মোস্তাক স্ট্যান্ড- ৩০০ টাকা
৬. সাউদার্ন স্ট্যান্ড- ১৫০ টাকা।
৭. নর্দান স্ট্যান্ড- ১৫০ টাকা।
৮. ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।