তথ্যপ্রযুক্তি ডেস্ক: আগামী তিন বছরে প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে টিকটক৷ ইউরোপ, কানাডা এবং সিঙ্গাপুর থেকে বেশিরভাগ কর্মী নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি৷
টিকটক এর জনপ্রিয় শর্ট-ভিডিও অ্যাপ এর মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা সত্ত্বেও এর প্রসারের পরিকল্পনা ছাড়েনি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ব্যবহার করা তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিকটককে বর্জন করার নির্দেশ দিয়েছেন সামাজিক নেটওয়ার্কিং সেবা সংস্থা চীনের বাইটড্যান্সকে৷
টিকটকের বিশ্বব্যাপী দ্রুত প্রসারে আগামী তিন বছরের মধ্যে কানাডা, ইউরোপ, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার নিযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন টিকটকের একজন মুখপাত্র৷
টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রযুক্তিগত কেন্দ্র থাকবে এবং আরও নতুন কর্মী নিয়োগ করা হবে৷ বর্তমানে টিকটকের জন্য প্রায় এক হাজার প্রকৌশলী চীনের বাইরে কাজ করছেন, তাদের প্রায় অর্ধেকই ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-এ ৷
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপস্টোর থেকে টিকটক ডাউনলোডের নিষেধাজ্ঞা জারির অনুমতি মার্কিন সরকারকে দেওয়া হবে কিনা সে রায় আদালত দেবে আগামী ৪ নভেম্বর৷
তথ্যসূত্র: রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।