আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, এজন্য সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য। প্রতিটি এলাকাতেই অনেক মনোনয়নপ্রত্যাশী থাকলেও প্রার্থী হবেন একজনই। যাকে তারেক রহমান মনোনয়ন দেবেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করতে হবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে চলমান স্লোগান ও অভিযোগ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, বিএনপি একটি বিশাল দল। দেশে কোনো অপরাধ সংঘটিত হলে, সেটি কি তারেক রহমান নির্দেশ দেন? আজকে তার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হচ্ছে। আমরা শুরু থেকেই বলে আসছি, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও হত্যা করতে চায়। সাম্প্রতিক কিছু ঘটনাও সেই ষড়যন্ত্রের প্রমাণ বহন করে। তারা মনে করে, জিয়ার পরিবার শেষ হয়ে গেলে বিএনপির রাজনীতিও শেষ হয়ে যাবে। তাই এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে, দেশকে রক্ষা করতে হবে।
দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, এতদিন ধৈর্য ধরেছেন, আর কিছুদিন অপেক্ষা করুন। যারা শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্বাচিত হয়ে আমরা তাদের খোঁজ নেবো। তবে আওয়ামী লীগের মতো অবৈধ কোনো ব্যবসার সুযোগ দেওয়া হবে না, সৎভাবেই তাদের পাশে দাঁড়ানো হবে।
তিনি আরও বলেন, সামনে যে নির্বাচন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করবো না। জনগণের ভোটেই আমরা নির্বাচিত হবো। বিএনপি জনগণের দল, আর জনগণ চায় জিয়াউর রহমানের মতো তারেক রহমানও দেশের মানুষকে আগলে রাখুক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।