বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিদায় ঘন্টা বাজছে ২০২১ এর। নতুন বছরে হাতে থাকবে আপনার পছন্দের ব্র্যান্ড নিউ স্মার্টফোন! এমন পরিকল্পনা করে যদি টাকা জমিয়ে থাকেন তবে অবশ্যই আজকের আয়োজন আপনার জন্য। কারণ স্মার্টফোন স্পেশ্যালিস্টরা নিজেদের পছন্দের তালিকায় এই পাঁচটি মডেলকে কিন্তু রেখেছেন। স্মার্টফোন কেনার চিন্তা তো করেছেন এবার চলুন দেখে নিই পছন্দের ৫ মডেলের তালিকা-
স্যামসং গ্যালাক্সি S22 আল্ট্রা (Samsung Galaxy S22 Ultra): স্যামসংয়ের Galaxy S21 Ultra এবং Galaxy Z Fold 3 মডেল দুটিতে S পেন রয়েছে। আর আপকামিং মডেলেও এই S পেন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কিছু নতুন ফিচারের পাশাপাশি ক্যামেরা সেটিংও আরও আকর্ষণীয় হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোনটি সফ্টওয়্যারের দিক থেকে Snapdragon 8 Gen 1 SoC বা একটি Exynos প্রসেসর দ্বারা চালিত হবে। বিশ্বের বিভিন্ন মার্কেটের উপরে নির্ভর করবে আসন্ন এই শ্মার্টফোনের প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে, দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে এই ফোনের 12GB + 128GB এবং 16GB + 512GB।
অ্যাপল আইফোন SE 5G (Apple iPhone SE 5G): শোনা যাচ্ছে ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে এর দাম তুলনামূলক কমই করা হবে। আইফোনের SE 3 হ্যান্ডসেটের তুলনায় এর ডিসপ্লে আরও বড় হবে বলে মনে করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময় আত্মপ্রকাশ ঘটবে এই মডেলের। এতে একটিই রিয়ার ক্যামেরা থাকার কথা। টাচ আইডির পরিবর্তে এই হ্যান্ডসেটে ফেস আইডিকেই হয়তো বেশি প্রাধান্য দেওয়া হবে। এটি Apple এর 5nm A15 Bionic চিপসেট এর সাথে আসবে বলে জানা গেছে।
ওয়ানপ্লাস ১০ প্রো (OnePlus 10 Pro): চলতি বছর মোবাইলপ্রেমীদের মন জিততে সফল হয়েছে ওয়ানপ্লাস। সারা বছর চর্চায় থেকেছে এই কোম্পানির একাধিক স্মার্টফোন। সেই ট্র্যাডিশনই আগামী বছরও বজায় রাখতে চায় তারা। এই মডেলের ক্যামেরা আরও আপগ্রেড হতে পারে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ১২ জিবি পর্যন্ত LPDDR৫ র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS ৩.১ স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে থাকতে পারে ৫০০০mAh ব্যাটারি। এই ব্যাটারির সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
শাওমি ১২ (Xiaomi 12): এই ফোনটি কবে বাজারে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন অনেকেই। শোনা যাচ্ছে, এই মডেলের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সলের। পাশাপাশি এটি আরও দ্রুত চার্জ হবে বলেও শোনা যাচ্ছে। ২৮ ডিসেম্বরই ফোনটির আত্মপ্রকাশ ঘটানোর কথা। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে। অ্যানড্রয়েড ১২ এবং MIUI ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে ফোন পরিচালিত হতে পারে।
গুগল পিক্সেল ৬ এ (Google Pixel 6a): আগামী বছর এই ফোনটিকেই বাজি ধরছে গুগল। ইউজার ফ্রেন্ডলি ফোনটি Pixel 6-এর ফোনের মতোই দেখতে হবে বলে শোনা যাচ্ছে। তবে এটি প্রযুক্তিগত দিক থেকে আরও আপগ্রেডেড থাকবে। ডুয়াল সিমের (ন্যানো+eSIM) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২- র সাহায্যে।এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। গুগলের নিজস্ব Tensor রপসেসর রয়েছে পিক্সেল ৬ ফোনে। তার সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR5 র্যাম। পিক্সেল ৬ ফোনে রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটূথ ভি ৫.২, জিপিএস / এ – জিপিএস, এনএফসি এবং একটি টাইপ- সি ইউএসবি পোর্ট। সেই সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।এই ফোনে রয়েছে ৪৬১৪mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ২১W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ২০৭ গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।