জুমবাংলা ডেস্ক : চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে, ২০২৪-২৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৯ শতাংশ এবং পরের বছর তা বেড়ে হবে ৫.১ শতাংশ।
বুধবার (৯ এপ্রিল) এডিবি ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটির বাংলাদেশ অংশ আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ে প্রকাশ করা হবে।
আউটলুক প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ১০.২ শতাংশ হলেও আগামী বছর তা ৮ শতাংশে নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হবে।
তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানায়, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।