স্পোর্টস ডেস্ক: সরকারি লকডাউনের মাঝেও আগামী সপ্তাহে অনুশীলন শুরু করবে ইংলিশ জায়ান্ট ফুটবল ক্লাব আর্সেনাল। আর এ তথ্যটি নিশ্চিত করেছে, ইএসপিএন।
গেল ১৩ মার্চ থেকে ইংল্যান্ডে বন্ধ রয়েছে ফুটবল। ফলে প্রিমিয়ার লিগে প্রথম ক্লাব হিসেবে গানাররাই অনুশলীন চালু করতে যাচ্ছে। অবশ্য সেটি হতে যাচ্ছে কঠোর শর্ত মেনে। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা মেনে অনুশীলন করবে আর্সেনাল। এরই মধ্যে সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।
অনুশীলনের সময় খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে মাঠে যাবেন, সেই সময় মাঠের বাকি সব স্থাপনাই বন্ধ থাকবে। সেশন শেষ করে দ্রুত বাড়িতে ফিরে আসবেন তারা। সাধারণত অনুশীলনেই গোসল অথবা লাঞ্চ করার নিয়ম থাকে। এই সময়ে তারা সব কিছু সারবেন বাড়িতে গিয়ে।
সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় নিয়ে ছোট ছোট গ্রুপে ভাগ হয়েই চলবে এই অনুশীলন। যাতে করে সরকারি বিধি নিষেধ অমান্য না হয়।
প্রসঙ্গত, ১২ মার্চ কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন, আর্সেনাল বস মিকেল আর্তেতা। এরপরই জরুরি সভায় বসে লিগ স্থগিত করে কর্তৃপক্ষ। তবে আর্তেতা সুস্থও হয়েছেন দ্রুত।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.