
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে কঠিন লকডাউন শিথিলের পথে আরও এক ধাপ এগুলো স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে দেশটির নাগরিকদের হাঁটাচলা, ব্যায়াম ইত্যাদির অনুমতি দেওয়া হবে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে ইউরোপের দেশটি, ২ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। মৃতের তালিকায় আছে তৃতীয়স্থানে, প্রায় ২৩ হাজার।
কভিড-১৯ এর প্রকোপ এর মধ্যে কিছুটা কমে আসায় আগেই লকডাউন শিথিল করতে যাচ্ছে স্পেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যতটা পারা যায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চাচ্ছে দেশটি। এর অংশ হিসেবেই আগামী সপ্তাহ থেকে নাগরিকদের হাঁটা-চলা, ব্যায়ামের মতো কার্যকলাপ শুরুর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অবশ্য এ ক্ষেত্রে বেধে দেওয়া হচ্ছে কিছু বিধিনিষেধ।
“বর্তমান অবস্থার মতোই এই মহামারির বিবর্তন ইতিবাচক থাকে তাহলে ২ মে থেকে শারীরিক কার্যকলাপ শুরুর অনুমতি দেওয়া হবে। পরিবার পরিজনের সঙ্গে হাঁটা চলার অনুমতি দেওয়া হবে।”
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন পালনে স্পেনের অবস্থান খুব কড়াকড়ি। ১৪ মার্চ থেকে লকডাউন জারির পর থেকেই বাইরে হাঁটা, জগিং বা বাইক চালানো সব নিষিদ্ধ। খাবার, ওষুধ কেনা আর অল্প সময়ের জন্য পালিত কুকুরকে হাঁটানো ছাড়া বাইরে যাওয়া একেবারে নিষিদ্ধ। এমনকি শিশুদের নিয়ে বাইরে বের হওয়াও কঠোরভাবে বারণ ছিল।
এসব বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। আগামী রবিবার থেকে বাইরে গিয়ে হাঁটা, দৌড়াদৌড়ি বা খেলাধুলার সুযোগ পাবে শিশুরা। তবে দিনে এক ঘণ্টার বেশি নয়, সঙ্গে থাকবে বাবা-মা’র শুধু একজন। আর বাড়ি থেকে এক কিলোমিটারের দূরে যাওয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



