স্পোর্টস ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে জাতীয় একাডেমিতে দেওয়া ফিটনেস পরীক্ষায় পাস করার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে যাচ্ছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিবেন তিনি।
এই মুহূর্তে মুম্বাইয়ে আছেন রোহিত। তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলে তার থাকার সম্ভাবনা আছে।
এদিকে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তার অনুপস্থিতিতে রোহিতের প্রত্যাবর্তন ভারতীয় দলের বড় প্রাপ্তি বটে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ভারতীয় পত্রিকাগুলো নিশ্চিত করেছে যে, আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়া পাড়ি দেবেন রোহিত। সেখানে তাকে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। তারপর ৭ জানুয়ারি চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামবেন তিনি।
গেল মাসে শেষ হওয়া আইপিএলের মাঝামাঝি থেকে রোহিতের সুস্থতা নিয়ে ধোঁয়াশা ছিল। প্রথমে তো দলেই নেওয়া হয়নি। অনেকেই এর পেছনে বিরাট কোহলির ষঢ়যন্ত্র দেখতে পেয়েছেন। প্রতিবাদের মুখে রোহিতকে দলে নেওয়া হয়।
এরপর শুরু হয় তার মাঠে নামা নিয়ে জল্পনা। কোন টেস্ট থেকে তিনি খেলতে পারবেন বা আদৌ খেলতে পারবেন কি না সেটা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। নতুন কোনও নাটক না হলে এবার সম্ভবত সবকিছুর অবসান হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।