জুমবাংলা ডেস্ক : সপ্তাহখানেক স্বস্তিতে কাটার পর ফিরে এসেছে ভ্যাপসা গরম। দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) থেকে কমে যাবে বৃষ্টির প্রবণতা। তবে বৃষ্টি কমলেও এপ্রিলের মতো তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহের আপাতত কোনো শঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২০ মে’র পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মে মাসের তাপপ্রবাহে রাজশাহী, চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ঢাকার তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশন থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৩টি স্টেশনে বৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকায় ৫ ও নোয়াখালীর হাতিয়ায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ৮টি স্টেশনে আজ থেকে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, রাজশাহী ও টাঙ্গাইলে ৩৬ দশমিক ৫, যশোরে ৩৬ দশমিক ২, ফেনী ও নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।