জুমবাংলা ডেস্ক : একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন ও অ্যাডভোকেট এরশাদ হোসাইন রাশেদ।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে এ মামলা দায়ের করা হয়।
এর আগে ২৩ অক্টোবর একই অভিযোগে মাদারীপুরে দায়ের করা মামলায় শামসুজ্জামান দুদুকে আগাম জামিন দেন হাইকোর্ট।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো’তে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে’ এ মন্তব্যে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি প্রদান করেছেন। একই অভিযোগে বিভিন্ন জেলায় দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.