স্পোর্টস ডেস্ক : দিন শেষে ম্যাচটি ড্র হলেও হিসেব নিকেশে এগিয়ে সফরকারী আফগান বাহিনীই। দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে বিসিবি একাদশ।
প্রথম ইনিংসে আফগানিস্তান ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা দিলে জবাবে বিসিবি একাদশ ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে যায়। মাত্র দুজন আফগান স্পিনারের কাছেই কুপোকাত পুরো বিসিবি একাদশ।
ইনিংসটিতে আফগান দলের হয়ে সব থেকে বেশি ৫টি উইকেট নেন জহির খান এবং দলের ক্যাপ্টেন রশিদ খান নেন ৩টি উইকেট। ব্যাট হাতে বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অলরাউন্ডার আল-আমিন।
আফগান দল দিনশেষে সুবিধা করলেও তবে সেটি বাংলাদেশ দলের জন্য একটি আগাম বার্তাও বটে। আজকের ম্যাচ দেখেই নিজেদের ঝালায় করে নিতে পারবেন টাইগাররা। সেই সাথে একমাত্র টেস্টটিতে পিচের কন্ডিশন কেমন হবে সেইটাও বুঝতে আর বাকি রইলো না।
এখন অপেক্ষা শুধু মাঠে ম্যাচ গড়ানোর। তবে লড়াইটা যে মোটেও এক তরফা হবে না সেই বার্তারও জানান দিয়ে রাখলেন আফগান স্পিনাররা।
আগামী ৫ই সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।