জুমবাংলা ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। যার কারণে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টার পর থেকে রিকশা চালকরা সড়কে অবস্থান নিতে শুরু করেন।
ঘটনাস্থলে দেখা গেছে, শেওড়াপাড়া থেকে ফার্মগেটমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং ট্রাফিক পুলিশ আটকে থাকা যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন। অবরোধকারী রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে, ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ সোমবার সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, যার শুনানি আজই অনুষ্ঠিত হওয়ার কথা।
ঢাকা-খুলনা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি ও সেক্রেটারি ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করার অনুরোধ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। যার ফলে ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন এবং কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করা হয়। এরপর থেকেই ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ এবং সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
সর্বশেষ গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।