জুমবাংলা ডেস্ক: জামালপুর পৌরসভা শহরের রশিদপুরে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও দগ্ধ হয়েছেন।
জামালপুর পৌর শহরের রশিদপুরে আগুনে দগ্ধ মো. ইকরামুল হোসেন (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রবিবার দুর্ঘটনার দিন ঘরের মধ্যে আগুনে পুড়ে তার স্ত্রীর শিপ্রা খাতুনের (২১) মৃত্যু হয়।
ইকরামুল হোসেন পৌর শহরের রশিদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন পেট্রল ব্যবসায়ী ছিলেন।
মো. ইকরামুল হোসেনের ভাগনে মাহমুদুল হাসান বলেন, দগ্ধ অবস্থায় তিন দিন তার মামা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম বলেন, শুভ্র পেট্রোলের ব্যবসা করেন। সকালে সিলিন্ডার বিস্ফোরণ হলে পেট্রোলের বোতলেও আগুন লাগে। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান। শুভ্রকে গুরুতর অব্সায় ঢামেকে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


