
জুমবাংলা ডেস্ক: পঞ্চগড়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর ইউএনবি’র।
মৃত নাজমুল হক (৭০) জেলার সদর উপজেলার মালিপাড়া (আমকাঠাল) গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লাহ প্রধান বলেন, গত ২০ ডিসেম্বর জুমা নামাজের পর বাড়িতে আগুন পোহাচ্ছিলেন নাজমুল। এ সময় তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। এতে শরীরের নিচের অংশ পুড়ে যায়।
তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয় বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।