জুমবাংলা ডেস্ক : আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন? এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল। স্থানীয় সরকার ভোটের আগে বিএনপির সংসদ নির্বাচন চাওয়ার বিপরীতে জামায়াতে ইসলামী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদের দাবি, বিএনপিকে ঠেকাতে, নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতে ও জাতীয় নির্বাচন দেরি করতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের কথাবার্তায় মনে হচ্ছে তারা আগে স্থানীয় নির্বাচন দিতে চায়। এতে বুঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগের মতো নিরপেক্ষ নন। তারা ছাত্রদের দিয়ে একটা দল গঠন করছেন। যেটা কিংস পার্টির দায়িত্ব পালন করবে। তাদেরকে একটু গোছানোর জন্য সময় দিতে জাতীয় নির্বাচন দূরে ঠেলে দেয়া হচ্ছে। যেটি দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাদের ধারণা, এখন নির্বাচন দিলে বিএনপি জয়ী হয়ে যাবে।
মেজর হাফিজউদ্দিন আরও জানান, বিএনপিকে ঠেকাতে জাতীয় নির্বাচন আরও এক বছর পরে অর্থ্যাৎ বছরের শেষ প্রাপ্তে নিয়ে যেতে হবে, এটা আমরা মনে করি না।
এদিকে আগে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি তুলে ধরলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে পেশী শক্তি ও কালো টাকার প্রভাবে নিরপেক্ষতা হারাবে।
জামায়াতের এই নেতার দাবি, দুটি দল বাদে বাকি সব রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচন আগে চায় এ তথ্য সঠিক নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।