বিনোদন ডেস্ক : সালমান খান মানেই হিট মেশিন। একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন বলিউডের ভাইজান। তবে তার নতুন ছবি ‘দাবাং’ সিরিজের ‘দাবাং থ্রি’ আশানুরূপ ব্যবসা করতে পারছে না। এজন্য এনআরসি, সিএএ’র প্রতিবাদে বিক্ষোভে দর্শকদের হলে না যাওয়াকেই দায়ী করছেন বলিউডের বাজার বিশ্লেষকরা। তবে সালমান বলছেন, আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গত শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’। বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রায় ২০ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সালমানের ‘দাবাং থ্রি’। ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে সিনেমা দেখতে হলে যেতে পারছেন না। আর এ কারণেই চলচ্চিত্রটি ব্যবসার মুখ দেখছে না।
ছবি ব্যবসা করতে না পারলেও আক্ষেপ নেই সালমান খানের। তিনি ‘দাবাং থ্রি’র ব্যবসার চেয়ে বড় করে দেখছেন ভক্তদের নিরাপত্তাকে।
এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘দেশে এখন যে পরিস্থিতি চলছে তাতে ছবির ভালো ব্যবসা করা একটু কঠিন। আমার ভক্তদের ধন্যবাদ, সবসময়ে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এত অস্থির পরিস্থিতির মধ্যেও তো তারা সিনেমা দেখতে যাচ্ছেন। তাই ভালো ব্যবসা করার নেপথ্যে কৃতিত্বটাও তাদেরই’
উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে জানিয়ে বলিউডের ভাইজান বলেন, ‘‘সেখানে ‘দাবাং থ্রি’ ভালো ব্যবসা করতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। তবে তাদের নিরাপত্তার কথাও বলব। আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। তবে উত্তর ভারত ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে ভালো ব্যবসা করেছে ছবিটি।’’
‘দাবাং থ্রি’র গল্প প্রসঙ্গে সালমান বলেন, ‘‘ছবিটিতে বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পানি অপচয়, এ রকম নানান সামাজিক ইস্যু দেখানো হয়েছে। তাই ‘দাবাং থ্রি’ আমার মনের খুব কাছের।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।