পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত চতুর্থ শ্রেণির ছাত্রী পাপিয়া মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাপিয়া পাবনার বেড়া পৌরসভার স্যান্নাল পাড়া গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বছর আগে পরিবারের সাথে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার একটি পা ভেঙে যায়।
পাপিয়ার বাবা পান্নু জানান, বুধবার বিকেলে কোরবানির গোশত নানা-নানীকে দেয়ার উদ্দেশে পরিবারের সবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় সে বাঘাবাড়ী যাচ্ছিল। পথিমধ্যে সাঁথিয়া উপজেলার পাটগাড়ি নামক স্থানে ঢাকাগামী একটি কোচ অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি, তার মেয়ে পাপিয়া, তার মা কাজলী (৩৫), পাপিয়ার ছোট বোন ও দাদী আহত হন।
আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে পাপিয়া ও তার দাদীর অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পাপিয়া মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।