জুমবাংলা ডেস্ক: আজ ২৯ মে ২০২৩, সোমবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। দম্পতিদের মধ্যকার ভুল বুঝাবুঝি কমে আসবে। দুপরের পর সময় ভালো যাবে না। পাওনাদারের তাগাদা পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। কোনো আত্মীয় বা পারা প্রতিবেশীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্থ কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। দুপরের পর সময় ঝামেলাপূর্ণ। আর্থিক অনিশ্চয়তা দেখা দেবে। অংশীদারি কাজে আশানুরূপ সাফল্য আসবে না। জীবন সাথীর সাথে মনমালিন্য দেখা দেবে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ হঠাৎ করেই কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক হয়রানির আশঙ্কা প্রবল। বিকালের দিকে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সহকর্মীদের কারো সাথে সম্পর্কের অবনতি। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ কর্কটের জাতক জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালি কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। বিকেলের দিকে প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার যোগ প্রবল। শিল্পী ও সাহিত্যিকদের কাজে মনোযোগের অভাব দেখা দেবে। সন্তানের শরীর ভালো যাবে না।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই বেনের বিবাহের কথায় অগ্রগতি হলেও বিকালের দিকে কোনো ঝামেলা দেখা দেবে। আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা। মায়ের শরীর ভালো যাবে না।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ব্যবসায়িক আপ্যায়নে অংশ নিতে পারেন। বিকালের দিকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ক্রয় করতে পারেন। প্রতিবেশী কারো সাহায্য লাভের যাগ প্রবল।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য পেয়ে যাবেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। বিকাল থেকে আর্থিক বিষয়ে কিছু দুশ্চিন্তা দেখা দেবে। পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। দুপরের পর ব্যবসায়িক যোগাযোগে বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক বিষয়ে কিছুটা ঝামেলা। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। বড় বোনের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। দুপরের পর বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। আর্থিক দিক ব্যয় বহুল থাকবে। গ্রামের বাড়ি যেতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে পদোন্নতির ঘটনা ঘটতে পারে। পদস্থ কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলী হতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বিকালের দিকে ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাহায্য পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরূপ ফল পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বিকালের পর কর্মস্থলে কোনো পরিবর্তন হবার আশঙ্কা। পদস্থ কর্মকর্তার কোনো ব্যক্তিগত কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক কাজে দুর্নামের আশঙ্কা।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়।পুলিশি হয়রানি বা দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। বিকালের দিকে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।