প্রথম সেমিফাইনালে বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল। অবশেষ তা এলো নিউজিল্যান্ড ইনিংসের শেষ সময়ে। ম্যানচেস্টারে ৪৬ ওভার ১ বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি বল। বৃষ্টির জন্য শেষ পর্যন্ত আম্পায়ার খেলা বন্ধ ঘোষণা করেন। বৃষ্টির কথা বিবেচনা করে আগেই রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ বুধবার প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে’তে পুনরায় খেলা শুরু হয়।
ম্যানচেস্টারে এখন ঝকঝকে রোদ। স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এটা কোহলিদের জন্য বিরাট সুবিধা বটে। কেননা নিউজিল্যান্ডকে যে রানের মধ্যে আটকে রেখেছে এখন পর্যন্ত তা উৎরানো কোনো কঠিন কাজ নয়।
গতকাল ৪৬ ওভার ১ বলে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল পাঁচ উইকেট হারিয়ে ২১১ রান। ক্রিজে আছেন রস টেইলর (৬৭) ও টম লাথাম (৩)। আজ আবার এখান থেকেই খেলা শুরু হয়েছে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে এসেছে ভারত। গ্রুপ পর্বে একমাত্র হার ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে। আজ মঙ্গলবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত। ম্যানচেস্টারে বাঁচা-মরার এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে ভারত।
শুরু থেকেই কৃপণ বোলিং করে কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। গাপটিলের উইকেট দলীয় একরানের মধ্যে তুলে নিলেও এরপর অনেক্ষণ উইকেটের দেখা পাননি বুমরাহরা। ধীরে চলো নীতিতে খেলতে থাকা নিউজিল্যান্ডের ১০০ রান করতেই লেগে যায় ২৯ ওভার!
বরাবরের মতো আজও কিউইদের বাঁচান অধিনায়ক কেন উইলিয়ামসন। সাজঘরে ফিরে যাওয়ার আগে ৬৭ রান করেন এই কিউই ব্যাটসম্যান। এ ছাড়া নিকোলস করেন ২৮ রান করেন।
বৃষ্টির কারণে যদি খেলা পরিত্যক্ত হয় তাহলে ভারতই ফাইনালে যাবে। আইসিসির নিয়মে বলা আছে কোন সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে ভারত। অপরদিকে কিউইরা ১১ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে লিগ শেষ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।