লাইফস্টাইল ডেস্ক : ঢাকার ফ্যাশনশিল্পের সঙ্গে সংযোগ বৃদ্ধি ও নতুন মডেল তৈরির লক্ষ্যে আগামী ১ ও ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের বিশেষ কর্মশালা।
দেশের শীর্ষ গ্রুমিং প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) প্রথমবারের মতো ঢাকার বাইরে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে ১ ও ২ মে।
মূলতঃ ঢাকার ফ্যাশনশিল্পের সঙ্গে সংযোগ বৃদ্ধি ও নতুন মডেল তৈরির লক্ষ্যে এই কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএমটিসির প্রধান তথা স্বনামখ্যাত মডেল, কোরিওগ্রাফার ও গ্রুমার আজরা মাহমুদ।
আজরা মাহমুদ মনে করেন, এই উদ্যোগ চট্টগ্রামের মডেলদের প্রতিভা বিকাশের পাশাপাশি পেশাদার প্রশিক্ষণেরও সুযোগ পাবে। এই কর্মশালায় যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁরা মডেলিং, উপস্থাপনা, মেকআপের নানা দিক সম্পর্কে অবহিত হতে পারবেন।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের এই উদ্যোগ কেবল চট্টগ্রামের মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্তদের দক্ষতা ও সম্ভাবনাকে বিকশিত করবে না; বরং বাংলাদেশের ফ্যাশনশিল্পে ঢাকার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চট্টগ্রামে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠার শুরু থেকে ফেস অব এশিয়া এবং মিস ইউনিভার্স বাংলাদেশের মতো মূল পর্বের শীর্ষ দশে জায়গা করে নেওয়া মডেল তৈরি করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ফেস অব এশিয়া এবং মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনালের জাতীয় পরিচালক হিসেবে কাজ করছে। বাংলাদেশের ফ্যাশনশিল্পের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, মডেল, কোরিওগ্রাফার ও গ্রুমার আজরা মাহমুদের নেতৃত্বে এই গ্রুমিং প্রতিষ্ঠানটি প্রতিভাবান মডেলদের পেশাদার প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে।
এই প্রতিষ্ঠানের জন্য আজরা মাহমুদ সম্মানিত হয়েছে ‘নুরুল কাদের সম্মাননা ২০২৩’–এ। আজরা মাহমুদের ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে ইউ গট দ্য লুকে শিরোপা জয়ের মধ্য দিয়ে।
এএমটিসির সব কর্মশালা পরিচালিত হয় অভিজ্ঞ পরামর্শদাতা ও শিল্পবিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। সঙ্গে থাকে আজরার সার্বক্ষণিক গাইডেন্স ও যথাযথ সুযোগ-সুবিধা। ফলে এএমটিসি মডেলদের প্রতিভার পূর্ণ সম্ভাবনা বিকাশের পাশাপাশি তাদের স্বপ্নপূরণ করতে সহায়তা করে থাকে।
এই কর্মশালায় অংশ নিতে নিবন্ধনের জন্য লগ ইন করতে হবে www.amtcbd.com-এ। দুদিনের কর্মশালার ফি ৬০০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।