গোপাল হালদার, পটুয়াখালী: জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালী ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে একদিন আগে থেকেই মুসল্লি ও ভক্তরা আসা শুরু করেছেন।
আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য এই মাহফিল ঘিরে আজ বিকেল থেকেই মাঠে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। সঙ্গে এনেছেন কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী। মাহফিল ঘিরে পুরো জেলা শহর উৎসবমুখর হয়ে উঠেছে।
মাহফিল আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, আগত মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে মঞ্চ প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।
সরজমিনে দেখা গেছে, মাঠজুড়ে নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক সুবিধা। ৫০টি এলইডি মনিটর, লায়নার সাউন্ড সিস্টেম ও ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে প্রায় দেড় হাজার অস্থায়ী টয়লেট এবং ১,২০০টি পানির ট্যাপ। মাঠ ও আশপাশে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, শহরে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষ প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালের মধ্যেই আরও লাখো মানুষ এসে যোগ দেবেন। এর ভিত্তিতেই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশের সুপার মো. আনোয়ার জাহিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি আয়োজকদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবকও মাঠে দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।