জুমবাংলা ডেস্ক : তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী মিজানুর রহমান আজহারীর কঠোর সমালোচনা করে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, “মিজানুর রহমান আজহারী রাসুলকে নিয়ে কটাক্ষ করে বলেছেন রাসুল নাকি নিরক্ষর, শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিজয় দিবস নাকি শিরক করা। আর মাজার লাথি মেরে ভেঙে ফেলতে বলেছেন। ওই লোক কিভাবে দেশের বাইরে চলে যায়? দেশের বাইরে গিয়ে মানুষের জিম্মায় গেল? স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। সেখান বসে আবার কাজ শুরু করেছে। ও হচ্ছে ডক্টর কামাল হোসেনের বড় ভাই।”
দেশের শান্তি-শৃঙ্খলা বিধানে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীসহ প্রধান বিচারপতির উপস্থিতিতে ধর্মীয় বিভ্রান্তি নিরসনকল্পে শান্তির জন্য বির্তক থেকে বাঁচতে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করার দাবি জানান নজিবুল বশর মাইজভান্ডারী। ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার জন্য ৭ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার আহ্বান জানান তিনি।
নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, “রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে হবে। তা না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কারণ গভীর ষড়যন্ত্র চলছে। জামায়াত-শিবির বসে নেই, আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র বসে নেই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



