আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে হোম অফিস সার্ভিস চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে টুইটার কর্মীরা যেন একটু বেশিই পেতে যাচ্ছে করোনার ‘কল্যাণে’।
বিবিসি বাংলা জানায়, টুইটার কর্মীদের জন্য সুসংবাদ, আর কখনো তাদের কর্মস্থলে না-ও যেতে হতে পারে।
টুইটারের প্রধান অফিস স্যানফ্রান্সিসকো বলছে, কোম্পানিটির পাঁচ হাজার কর্মী মার্চ মাস থেকেই বাড়ি থেকে কাজ করছেন।
বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এতো দারুণভাবে কাজে দিয়েছে যে টুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না।
দিল্লি, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।
করোনায় বিশ্বে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৯ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৯০ হাজার।
করোনা আক্রান্তে ব্যাপক উল্লম্ফন ঘটেছে রাশিয়ায়। যুক্তরাজ্য ও স্পেনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু নিয়ে এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।