বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম অভিনেত্রী আনুশকা শর্মার আজ ৩১তম জন্মদিন। আনুশকার সবচেয়ে প্রিয় মানুষ, বিরাট কোহলি কী করবেন আজ তাঁর জন্য? কী উপহারই বা দিতে চলেছেন স্ত্রীকে তিনি?
এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি। তবে বুধবার কোনও ম্যাচ নেই। তাই সারাদিন স্ত্রীর সঙ্গেই কাটাতে চান তিনি। সারাক্ষণই দু’জনের দিকে গণমাধ্যমের নজর, তাই বলি সূত্র বলছে, এবার একান্তেই কাটাবেন দু’জনে। তাই আনুশকার জন্মদিনে বিরাটের পরিকল্পনার কথা কাউকে জানাতেই চাননি। বলি সূত্র এবং দুই তারকার পরিবারের একটি সূত্র বলছে, দু’জনে আজ বিশেষ ডিনারের পরিকল্পনা করেছেন।
একটি সর্বভারতীয় দৈনিক সূত্রে খবর, রোম্যান্টিক ডিনার ডেটে যাবেন দু’জনে। সেখানে থাকবে আনুশকার প্রিয় নিরামিষ পদ।
ওই সূত্র আরও জানিয়েছে, আইপিএলের পরই বিশ্বকাপ নিয়ে যেহেতু বিরাট ব্যস্ত হয়ে পড়বেন, এ ছাড়াও আনুশকারও কিছু ছবির কাজ রয়েছে। সে ক্ষেত্রে আজকের বিশেষ দিনটায় দু’জনে এক সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।