জুমবাংলা ডেস্ক : রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বুধবার (১২ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় গণভবনে আসন্ন ঈদুল আজজহা উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা ধারণ করা হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এবং স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ড. লুসিকা দিতিউ। এরপর বিকেল ৪টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা।
বিএনপির কর্মসূচি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে গণতন্ত্রের সংকট-উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রধান আলোচক থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পলকের কর্মসূচি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান দেয়া হবে। দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এই অনুদানের অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেয়র আতিকের কর্মসূচি
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ডাম্পট্রাক ও আটটি কম্প্যাক্টর ট্রাক সংযোজন কার্যক্রম উদ্বোধন করবেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসি মেয়র আসন্ন কোরবানির ঈদে বর্জ্য অপসারণ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল সাড়ে ১০টায় গাবতলি প্রস্তাবিত ডিএনসিসি কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গায় এই কর্মসূচি শুরু হবে।
দুপুর আড়াইটায় গুলশান০২ এ নগরনভবনে ডিএনসিসির কোরবানির পশুর হাটে স্মার্ট ডিজিটাল লেনদেন ব্যবস্থার উদ্বোধন করবেন মেয়র আতিকুল।
মেয়র তাপসের কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন মেয়র।
প্রেস ব্রিফিং
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগের নির্দেশনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এই ব্রিফিং শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।