সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য আজই ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল সাড়ে ৩টার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে এ বহুল প্রত্যাশিত সিদ্ধান্ত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার (২৩ নভেম্বর) সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। বিকেল সাড়ে ৩টায় কমিশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হবে।
গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানি সার কারখানায় ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি দাম ৩০ টাকা নির্ধারণের সুপারিশ জানায়।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “গ্যাসের দাম বিষয়ে সবদিক বিবেচনায় ভারসাম্য রক্ষা করতে হবে। দাম বাড়লে সার উৎপাদন খরচ বাড়বে-এ নিয়ে জনগণ উদ্বিগ্ন। কৃষিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ঘোষণা সারের উৎপাদন ব্যয়, কৃষি খাত এবং বাজারে সার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনায় রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



