দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এবার তারা রাস্তায় নামবেন থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’-এ। দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকরা জানালেন, দাবির বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এক ঘোষণায় জানান,
“রোববার দুপুর ১২টায় শহিদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ শুরু হয়ে শিক্ষা ভবনে গিয়ে শেষ হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানাচ্ছি।”
শিক্ষক নেতারা জানাচ্ছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে তারা গত কয়েকদিন ধরে শহিদ মিনারে অবস্থান করছেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। তাই এবার প্রতীকীভাবে থালা-বাটি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।