ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে এ সংলাপ অনুষ্ঠিত হবে, যা সরাসরি সম্প্রচার করবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সূচি অনুযায়ী-
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।
দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংলাপ হবে শিক্ষাবিদদের সঙ্গে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আলোচনায় সভাপতিত্ব করবেন।
ইসি সচিব আখতার আহমেদ ২৩ সেপ্টেম্বর বলেন, “আমরা সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রথমে সংলাপ শুরু করছি। এরপর ধারাবাহিকভাবে রাজনৈতিক দল, নারী সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও সংলাপ করা হবে।”
তিনি আরও জানান, ইসির ঘোষিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে জনসম্পৃক্ততা বাড়ানো ও বিভিন্ন স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা, নারী সমাজ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি আশা করছে, এক থেকে দেড় মাসের মধ্যে এ সংলাপ কার্যক্রম শেষ করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।