জুমবাংলা ডেস্ক : আজ ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কে এ রুটে চলাচলকারী সব ধরণের যানবাহন চার দিন বন্ধ থাকবে
সেতু মেরামত কাজের জন্য শুক্রবার ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এ রুট দিয়ে যান চলাচল।
সড়ক ও জনপদ বিভাগ থেকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে , সিলেট–ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের কাজ শুরু হবে শুক্রবার ভোর থেকে। এসময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ।
তিনি জানান, আজ ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরামত কাজ চলাকালীন সেতু দু’টির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



