জুমবাংলা ডেস্ক: আজ পহেলা ফাল্গুন ও বিশ্বব্যাপী পালিত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে রাজধানী সেজেছে নতুন রঙে।
এতদিন ১৩ (পহেলা ফাল্গুন) ও ১৪ (ভ্যালেন্টাইনস ডে) ফেব্রুয়ারি, এ দু’দিনব্যাপী উদযাপন চলতো দেশজুড়ে।
পরবর্তীতে, বাংলা ক্যালেন্ডারে পরিবর্তনের পর পহেলা ফাল্গুনও পালিত হচ্ছে ১৪ তারিখ।
পহেলা ফাল্গুন উপলক্ষে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চত্বর হয়ে ওঠে কবিতা, গান, নৃত্য ও রঙের মিলনমেলা।
দেশের অন্যতম প্রাণবন্ত এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষ করে ‘বকুলতলায়’ সকাল থেকেই মানুষের সমাগম দেখা গেছে।
বর্ণিল সাজ ও ফুলে ফুলে সতেজতার এ ঋতুকে স্বাগত জানাতে জড়ো হয়েছে সর্বস্তরের হাজার হাজার মানুষ।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বকুলতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ ও গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
মহামারির কারণে ২০২২ সালে পরিষদ নিয়মিত উৎসবের আয়োজন করতে না পারলেও, এ বছর দুটি ভিন্ন সেশনে ফাল্গুন পালন করছে তারা। এরমধ্যে প্রথম আয়োজনটি শুরু হয় সকাল ৭টায়, দ্বিতীয়টি শুরু হবে বিকেল ৩টায়।
বিকেলে রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণি ও বাহাদুর শাহ পার্কের উন্মুক্ত মঞ্চে একইরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই ইভেন্টে সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য এবং বসন্তের আবহে বাঙালি ফ্যাশনের কোরিওগ্রাফি থাকবে। এ আয়োজনে নারীদের ফুলের মালা পরা এবং পুরুষদের হাতে ফুলের মালা পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে, এই বাধ্যবাধকতা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।
এদিকে, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলমান অমর একুশে বইমেলাতে সোমবার উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ উৎসবে আরও বেশি ভিড়ের আশা করছে মেলা কর্তৃপক্ষ।
ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে, দেশের বেশ কিছু শীর্ষ বিনোদন শিল্পী-সংগীতশিল্পী তাদের ভক্তদের জন্য নতুন গান, নাটক এবং ওটিটি কন্টেন্ট প্রকাশ করছেন।
টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম, এফএম রেডিও স্টেশন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব কন্টেন্ট নির্মাতারাও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
তাছাড়া, বেশকিছু রেস্তোরাঁ, পাঁচতারকা হোটেল, রিসোর্টগুলো দম্পতি, বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের জন্য আকর্ষণীয় প্যাকেজ অফার করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।