জুমবাংলা ডেস্ক : বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, আমি কূলহারা কলঙ্কিনী, কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া, কেন পিরিতি বাড়াইলারে বন্ধুসহ অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের জন্মদিন আজ।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালনী নদী তীরের ধল-আশ্রম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান।
দারিদ্র্য ও জীবন সংগ্রামের মধ্যে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে।
শাহ আব্দুল করিম বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন ও শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। জীবদ্দশায় তিনি লেখার পাশাপাশি ১৬শ’র বেশি গানে সুর দিয়েছেন। যেগুলো সাতটি বইয়ে গ্রন্থিত আছে। এ ছাড়া বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজীতে অনূদিত হয়েছে।
আজ তিনি না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণসহ সব স্তরের মানুষের মন ছুঁয়ে যায়।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে শাহ আব্দুল করিম মারা যান। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। পান একুশে পদকও।
এর বাইরে, শাকুর মজিদ তাকে নিয়ে নির্মাণ করেছেন ‘ভাটির পুরুষ’ নামে একটি প্রামাণ্য চিত্র। এছাড়া সাইমন জাকারিয়া শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক প্রথম উপন্যাস লিখেছেন। নাম ‘কূলহারা কলঙ্কিনী’।
এদিকে, বাউল সম্রাটের জন্মদিন উপলক্ষে আজ ধল-আশ্রম গ্রামে তার বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালাল বলেন, বাউল সম্রাটের জন্মদিন উদযাপন উপলক্ষে গত সপ্তাহে বড় পরিসরে লোক উৎসব পালন করা হয়েছে। আজ আমাদের বাড়িতে দোয়া ও মিলাদ করা হবে। ভক্তরা তাকে গানে গানে স্মরণ করবেন ও শ্রদ্ধা জানবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।