লাইফস্টাইল ডেস্ক : সকালে অফিসে এসেই এক সহকর্মীর কাছে জানতে চাইলাম, আজ কী রঙের জুতা পরে এসেছেন। তিনি উত্তর দিলেন, ‘বাদামি।’ গতানুগতিক কালো, সাদা বা অন্য রঙের যত জুতা থাকুক না কেন, একজোড়া বাদামি জুতা বোধহয় সবার থাকে।
যেকোনো বয়সে, সব রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় এই রঙের জুতা। বাইরে বের হওয়ার সময় আমার সেই সহকর্মীর মতো আজকে আরেকবার না হয় বাদামি জুতা পায়ে গলিয়ে নিন!
কারণ, আজ ৪ ডিসেম্বর ‘ওয়্যার ব্রাউন শুজ ডে’ বা ‘বাদামি জুতা পরার দিন’। এই দিবসের ইতিহাস নিয়ে বিস্তারিত তথ্য জানা যায় না। তবে দিনটির অন্যরকম তাৎপর্য রয়েছে।
হালকা ট্যান থেকে গাঢ় চকলেট, এক বাদামি রঙের রয়েছে অজস্র শেড আর অনেক অনেক গল্প। সাদা-কালো রঙের বাইরেও যে বাদামি জুতায় আভিজাত্য ফুটিয়ে তোলা যায়, সেটিই আরেকবার মনে করিয়ে দেয় এই দিন।
বাদামি জুতা পরার দিন শুধুমাত্র একটি রঙের প্রতিনিধিত্ব করে না; এটি আমাদের পোশাক এবং জীবনের সব কিছুতে বৈচিত্র্যকে গ্রহণ করতে উৎসাহিত করে। আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সৌন্দর্য লুকিয়ে আছে পৃথিবীর সকল রঙ এবং স্টাইলে।
জীবনের ছোট ছোট মুহূর্ত আর প্রয়োজনীয় বস্তুগুলোকে ‘অ্যাপ্রিশিয়েট’ বা প্রশংসা করার শিক্ষা দেয় এই দিন; হোক না সেটি একজোড়া বাদামি রঙের জুতা।
তথ্যসূত্র: ডে’জ অব দ্য ইয়ার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।