বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় টেলি কনফারেন্সের মাধ্যমে সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীরা যোগ দেবেন। ১২টি পূর্ণ সদস্য দেশ ও তিনটি অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধিরা থাকবেন এতে।
দীর্ঘ দিন খেলা বন্ধ রয়েছে। ব্যাট-বল নিয়ে ক্রিকেটাররা ২২ গজে করে ফিরবেন সেটি এখনও অনিশ্চিত। ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে ক্রিকেট বোর্ডগুলো।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক দ্বিপক্ষীয় সিরিজের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে এদিন।
ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, সভায় ২০২৩ সালের ক্রিকেট ক্যালেন্ডার পর্যন্ত আলোচনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।