স্পোর্টস ডেস্ক : আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত। তবে ফর্মের হিসেবে এই বিশ্বকাপে ভারতের চেয়ে মোটেও পিছিয়ে নেই র্যাঙ্কিংয়ের পাঁচে থাকা নিউ জিল্যান্ড। উল্টো রানরেটের হিসাবে ‘চারে চার’ জয়ের দেখা পাওয়া দুই দলের মধ্যে শ্রেয়তর অবস্থান কিউদেরই। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া নিউ জিল্যান্ডের রানরেট ১.৯২৩। সমান পয়েন্ট পাওয়া ভারতের ১.৬৫৯।
আজ রোববার (২২ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ।
ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করে নামের প্রতি এখন পর্যন্ত দারুন ভাবে সুবিচার করেছে ভারত। চার ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল।
বিশ্বকাপে এ পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্ল্যাকক্যাপসরা। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে কোনো দলই পাত্তা পায়নি তাদের কাছে।
তাই নিশ্চিত ভাবেই এই ম্যাচে ভারতীয়দের সবচেয়ে কঠিন পরীক্ষা নেবে নিউ জিল্যান্ড। তবে দলের ইনফর্ম ব্যাটার আর হোম গ্রাউন্ডের সুবিধা ও গ্যালারি ভর্তি দর্শক ভারতের পক্ষে থাকায় ফেভারিটের তকমা গায়ে নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
অধিনায়ক রোহিত শর্মা ও ভিরাট কোহলি আছেন দারুন ফর্মে। চার ম্যাচে ২৬৬ রান করেছেন রোহিত আর সমান সংখ্যক ম্যাচে ২৫৯ রান ভিরাটের।
তবে ভারতকে অপ্রতিরোধ্য করেছে তাদের বোলিং। শুরুতে ভুমরা আর মিডল ওভারে কুলদিপ জাদাব ও রবিন্দ্র জাদেজার স্পিন গুড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষের মিডল অর্ডার। টেনে ধরছে রানের লাগাম। ব্লাকক্যাপসদের জন্য কাজটা আরও কঠিন করবে ধরমশালার স্লো স্পিনিং উইকেট।
ভারতের মতো নিউ জিল্যান্ডও আছে দারুন ছন্দে। ডেভন কনওয়ে, রাচিনরবিন্দ্র, ডারিল মিচেল, কেন উইলিয়ামসনদের ব্যাটে রান আসছে নিয়মিতই। ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষা নেবে ব্লাকক্যাপসরা বলাই যায়। সেই সাথে দারুন ফর্মে দলের বোলিং লাইনআপও।
বিশেষ করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি স্যান্টনার কাপন ধরাতে পারে ভারতীয় ব্যাটিং লাইনআপে। সেই সাথে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের পেসতো আছেই।
বিশ্বকাপের অতিত ইতিহাস আত্মবিশ্বাসি করবে নিউজিল্যান্ডকে। ভারতে সাথে ৯ দেখায় ৫ জয় কিউইদের আর স্বাগতিকরা জিতেছে ৩ ম্যাচ। সবশেষ বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে গেছিলো ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।