আজ মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে খেলা দেখবেন

মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭ গোলে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এশিয়ার দেশ চীনে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৬টায়।
চলতি ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। একটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আরেকটি ইন্দোনেশিয়া। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচটি বাংলাদেশ কিংবা ভারতের কোনো স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল 10, এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও 10 প্লেতে সরাসরি দেখা যাবে। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে।
মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭ গোলে হারালো আর্জেন্টিনা
আর্জেন্টিনা এখন পর্যন্ত আটবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যেখানে ছয় জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। ড্র হয়েছে এক ম্যাচ। সবশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচটিতে দুর্দান্ত খেলা উপহার দেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি। একেবারে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক সেভ করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এটি গোল হলে হয়তবা ম্যাচের রেজাল্টে পরিবর্তন আসতে পারত।

আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড:

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি , অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

বেইজিং বিমানবন্দরে যে কারণে আটকে দেওয়া হয় মেসি