স্পোর্টস ডেস্ক : ‘আমরা জানি বাংলাদেশ তিন শর ওপর রান তাড়া করে ম্যাচ জিতেছে। তাদের ব্যাটিং অনেক শক্তিশালী, কিন্তু আমরা আমাদের স্পিন অ্যাটাক নিয়ে তৈরি থাকব।’ সোমবার সাউদম্পাটনে বাংলাদেশের সঙ্গে মুখোমুখির আগে কথাগুলো বলেছিলেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।
শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আফগান অধিনায়কের কথা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। কারণ ক্রিকেট পরাশক্তি ভারতকে তারা তাদের স্পিন শক্তিমত্তা দেখিয়ে ২২২ রানে আটকে দিয়েছিল। ব্যাটিং দুর্বলতা না থাকলে হয়তো ম্যাচটিতে জয় পেত আফগানিস্তান। তাই আজ বাংলাদেশের প্রধান প্রতিবন্ধক হয়ে উঠতে পারে স্পিন। আর এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন রশিদ খান।
যদিও ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেটে বল হাতে সুবিধা লুটে নিতে ব্যর্থ রশিদ খান। এখন পর্যন্ত ছয় ম্যাচে হাত ঘুরালেও মাত্র চার উইকেট তুলেছেন তিনি। ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ। কিন্তু ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে রশিদের এপ্রোচ এবং বোলিং ক্যাপাসিটি বলে দেয় উইকেটের নেশায় কতটা বুঁদ তিনি।গেল ম্যাচে ১০ ওবার বোলিং করে ৩৮টি ডট বল দেন রশিদ।
অন্যদিকে আফগানিস্তানের ভয় বাংলাদেশের সাকিব আল হাসানকে ঘিরে। বল হাতে ৫ উইকেট তোলা বাংলাদেশি অলরাউন্ডার ব্যাট হাতে তুলেছেন ৪২৫ রান। ৫ ম্যাচে নেমে তিনি দুইটি অর্ধশতক এবং দুইটি সেঞ্চুরি তুলেছেন। তাই আজ সাকিবকে নিয়ে একটু বেশিই সতর্ক আফগানিস্তান।
প্রসঙ্গত, ওয়ানডে স্ট্যাটাসের পর মোট সাতবার মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তার। যার চারটিতে জিতে বাংলাদেশ, তিনটিতে আফগানিস্তান। বলা চলে মুখোমুখি লড়াইয়ে খুব বেশি দুরুত্ব নেই দুই দলের মাঝে। আর সেই কম দুরুত্ব নিয়ে আজ সাউদম্পাটনে নামবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।