আজ রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে সাজসাজ রব। আজ জিলা স্কুল মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, জনসভা হবে মানুষের জনসমুদ্র, যেখান থেকে আগামী নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর যে ৫ নির্দেশনা

ওবায়দুল কাদের জানান, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। হুঁশিয়ারি দেন আক্রমণ করলে পাল্টা জবাবের।

শতরঞ্জী আর হাড়িভাঙ্গা আমের তিস্তাপারের ঐতিহ্যবাহী শহর রংপুর।

দীর্ঘদিন অনেকটাই উন্নয়নবঞ্চিত ছিল এক সময়ের বরেন্দ্র অঞ্চলের এ জনপদ। তবে, বর্তমান সরকার রংপুরকে বিভাগ ঘোষণার পর পাল্টে গেছে চিত্র।

সুষম উন্নয়নে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে গেল এক দশকে এখানে হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি, নভোথিয়েটার, মহিলা স্টেডিয়াম, শিশু হাসপাতালসহ নানা স্থাপনা।

দীর্ঘদিন পর রংপুরে এই উন্নয়নের কারিগর আসছেন শহরে। তাই নগরজুড়ে উৎসবের বর্ণিল আমেজ। বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন-পোস্টার।

স্থানীয়রা বলেন, প্রধানমন্ত্রী রংপুরে আসছেন এজন্য আমরা উচ্ছ্বসিত।

প্রস্তুত জনসভাস্থল জিলা স্কুল মাঠ। নেতারা বলছেন, আয়োজন সফল করতে নেয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।

স্থানীয় একজন নেতা বলেন, রংপুরের মানুষ তাদের প্রিয় নেত্রী, তাদের অনুভূতি, তাদের শক্তি, সাহস, প্রেরণা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গোটা রংপুর উৎসবের আমেজে ভাসছে। রংপুরের শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ক্যাম্পেইন তো শুরু হয়ে গেছে।

এবারের সফরে প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি প্রকল্পের উদ্বোধন ও ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।