জুমবাংলা ডেস্ক : বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) ১৭৬ স্কোর নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২১৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয় শহর। ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং পাকিস্তানের লাহোর ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এছাড়া ভারতের দিল্লি ১৭১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel