বিনোদন ডেস্ক : ওপার বাংলার টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এদেশেও জনপ্রিয় বেশ। গানের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি এবারের মৌসুম মাতিয়ে রেখেছেন বাংলাদেশি প্রতিযোগি মাঈনুল হাসান নোবেল। তার অসাধারণ গায়কি দুই বাংলার শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আর সেকারণেই সবার প্রত্যাশা, এবার চ্যাম্পিয়ন হবেন নোবেল।

আজ রবিবার (২৮ জুলাই) প্রচারিত হবে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব। টেলিভিশনে আজ চূড়ান্ত পর্ব প্রচার হলেও ‘সারে গামাপা’—এর চূড়ান্ত ফলাফল ফাঁস হয়েছে আগেই। জানা গেছে, এবারের নবম মৌসুমে নোবেল হয়েছেন যৌথভাবে তৃতীয়। চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। যদিও নোবেল তার তৃতীয় হওয়া বিষয়টি অস্বীকার করেছেন শুরু থেকে।
ফাঁস হয়ে যাওয়া ফলাফল সম্পর্কে ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের পরিচালক অভিজিৎ সেন বলেন, ফাঁস হওয়া খবর নিয়ে এখন কিছু বলা সমীচীন বলে মনে করছি না। আজ এর চূড়ান্ত পর্ব প্রচারিত হবে। তখন জানা যাবে কে কততম হলেন! আর একটা কথা বলা বঞ্ছনীয়, বিচারকদের রায়েই বিজয়ী নির্বাচিত হন। সুতরাং এটা নিয়ে অযথা কথা বাড়ানো যৌক্তিক নয়।
‘সা রে গা মা পা’– তে বিচারকের দায়িত্ব পালন করছেন খ্যাতিমান সুরকার শান্তনু মৈত্র, বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য ও মোনালি ঠাকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


