সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সমূহে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কারণ, ট্রান্সফরমার মেরামত, লাইন সংরক্ষণ ও গাছপালা ছাঁটাই কাজ চলছে।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।”
প্রকৌশলী আরও জানান, “নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।”
বিদ্যুৎ ব্যবহারকারীদেরকে সতর্ক করে তিনি বলেন, এই সময়ের মধ্যে যেকোনো বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি নিরাপদে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



