চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২০ ডিসেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ উপজেলা জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ১১ কেভি বিতরণ লাইনের পাশ্ববর্তী গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের : মির্জা ফখরুল
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ জোনাল অফিস কর্তৃপক্ষ। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন ডিজিএম মো. জসিম উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



