স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি থমকে আছে টেনিসও। বাতিল হয়ে গেছে এবছর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন।
গত মার্চ থেকে বন্ধ হয়ে আছে বিশ্বের সব ধরনের টেনিস। কিন্তু এভাবে আর কতদিন? নোভাক জকোভিচ মনে করছেন, টেনিস শুরু করে দেওয়া উচিৎ।
করোনার কারণে সব ধরনের ফ্লাইট বন্ধ আছে। ফলে পুরুষ টেনিসের র্যাংকিংয়ের শীর্ষে থাকা জকোভিচ আপাতত আঞ্চলিক টুর্নামেন্টগুলো চালু করার প্রস্তাব তুলেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ইতালিয়ান টেনিস তারকা ফ্যাবিও ফগনিনির সঙ্গে লাইভে আসেন জকোভিচ। সেখানে তিনি বলেন, আমার মনে হয় আঞ্চলিকভাবে প্রাইজমানি ভিত্তিক টুর্নামেন্ট শুরু করা যতে পারে এবং সেটা এখনই শুরু করা দরকার।
ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশগুলোতে করোনার ভয়াবহতা কমতে শুরু করেছে। এতেই আশার আলো দেখছেন অনেকে। জকোভিচ বলেন, এমন অবস্থাতে টুর্নামেন্ট শুরু হলেও তা যেনো র্যাংকিং পয়েন্ট ছাড়া আয়োজন করা হয়।
সার্বিয়ান তারকা আরও বলেন, আমি জানিনা কোয়ারেনটাইনের এই অবস্থায় কি হবে। স্পেন, ইতালি এবং অন্যান্য দেশের হয়তো ভিন্ন পরিকল্পনা আছে (কঠিন অবস্থা থেকে বের হয়ে আসার)। এখন সফর শুরু করা খুব কঠিন কারণ প্রতি সপ্তাহেই আমাদের বিভিন্ন দেশে খেলা থাকে। এ কারণেই আমার মনে হচ্ছে অঞ্চলিকভাবে প্রাইজমানি দিয়ে টুর্নামেন্ট শুরু করা যেতে পারে। তবে র্যাংকিং পয়েন্ট ছাড়া হলে ভালো হবে। কারণ এ প্রক্রিয়াটা অনেক জটিল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.