Advertisement
রাজধানীর বাড্ডায় ইউলুপে একটি ব্যাংকের স্টাফদের বহনকারী বিআরটিসির দোতলা বাস আটকে গেছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পথচারী এবং বাসটির যাত্রীদের অভিযোগ, তারাতারি যাওয়ার জন্য মূল সড়ক দিয়ে না গিয়ে ইউলুপ ব্রিজের লিংরোড দিয়ে যেতে চেয়েছিলো বাসটি। যদিও এই রোডে ভারি কোনো গাড়ি চলাচল নিষেধ।
মতিঝিল থেকে ট্ঙ্গী স্টেশন রোডে চলাচলকারী এ বাসটি বিকেলে ব্যাংক স্টাফদের বহন করে। বিষয়টি জানিয়েছেন ডিএমপির ট্রাফিক উত্তরের ডিসি প্রবীর কুমার রায়।
তিনি বলেন, জায়গাটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।