
জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে এক বাংলাদেশি যুবককে আটকের ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। খবর ইউএনবি’র।
আটক শাহ-আলম আলী (২২) উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে।
সোমবার সকাল ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেন বিএসএফ।
সীমান্তবাসী আবু সায়েদ আলী জানান, ফুলবাড়ী সীমান্তে রবিবার রাতে অন্ধকারে ভুল করে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় ঢুকে পড়ে শাহ-আলম। এ সময় টহলরত খারিদাহরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর সোমবার সকালে তাকে ফেরত দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন খারিদাহরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান জানান, বিএসএফের কাছ থেকে ফেরত নিয়ে আসা যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।